রাজা রাম মোহন রায় উক্ত রাজা পুকুরটি ১.৬৫ (এক একর পয়ঁষট্টি) শতক জমিতে খনন করেন। তখন থেকেই রাজা পুকুর নামে পরিচিত। রাজা পুকু এর দক্ষিণ পাড়ে দীর্ঘ দিন যাবত একটি হিন্দু সম্প্রদায়ের শ্মান ঘাট আছে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক জন মারা গেলে তাদের সমাদি করা হয়। বর্তমানে পশ্চিম পাড়ে একটি নতুন করে হরি বাসর মন্দির তৈরী করা হয়। সেখানে প্রতি বছর ৫-৬ দিন ব্যাপি হরি বাসর গানের আসর বসে। বর্তমানে রাজা পুকুরটি সরকারি খাস পুকুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস