মাদ্রসাটি ঠাকুরগাঁও সদর জেলার ১৯নং বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী মৌজায় ৫৬৮,৫৯৪,৫৯৪ ও ৮৮৮ খতিয়ান ভূক্ত ৪৮৯০,৪৮৯১,৪৮৯২,৪৯৭৯ নং দাগে মোট ২.২৩ একর জমির উপর মাদ্রাসাটি অবস্থিত। ঠাকুরগাঁও সদর হতে ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে খোচাবাড়ী হতে সেতাবগঞ্জ পাকা রোডে এবং খোচাবাড়ী হতে ৭ কিলো মিটার দূরে একটি মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। অত্র মাদ্রাসার অধ্যক্ষের রুম- ০১ টি, শিক্ষক কমন রুম- ০১ টি, অফিস কক্ষ- ০১ টি, ছাত্রী কমন রুম- ০১ টি, কম্পিউটার কক্ষ- ০১টি, বিজ্ঞানাগার-০১ টি, মসজিদ- ০১ টি, গ্রন্থাগার কক্ষ- ০১ টি, ছাত্রবাস কক্ষ-০৫ টি, শ্রেণী কক্ষ- ১৮ টি, অন্যান্য কক্ষ- ০৫টি, হলরুম- ০১ টি, নলকূপ- ৪টি, মটর পাম্প- ০২ টি, সচল কম্পিউটার- ০২টি, সংযুক্ত টয়লেট- ০৩ টি, পৃথক টয়লেট- ০৩টি, পকুর- ০১টি এবং প্রয়োজনীয় সংখ্যক আসবাব পত্রসহ একটি সুন্দর খেলার মাঠ আছে। অনেক ফলজ ও বনজ বৃক্ষ আছে। চর্তুর পার্শ্বে সীমান প্রাচীর ও একটি মেইন গেইট রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস