ইউনিয়নের বিভিন্ন তথ্য
০১। ইউপি পরিচিতিঃ
ইউনিয়ন পরিষদের নাম ঃ ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ
উপজেলার নাম ঃ ঠাকুরগাঁও সদর
জেলার নাম ও বিভাগ ঃ ঠাকুরগাঁও, রংপুর
ইউনিয়নের আয়তন ঃ ১৪.০৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা ঃ ২২,৪৭৫ জন
অবস্থান ঃ বেগুনবাড়ী চৌধুরী হাট
হাট/বাজারের সংখ্যা ঃ ৮ টি
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও ইউ,পি-তে অবস্থিত অফিস ঃ মাদ্রাসা ০৪ টি, মাধ্যমিক বিদ্যালয় ০৫ টি, নিম্ন মধ্যমিক বিদ্যালয় ০২ টি, প্রাথমিক বিদ্যালয় ০৯ টি, এতিম খানা ০১ টি ও ইউ,পি-তে অবস্থিত অফিস ০৩টি।
বেসরকারী প্রতিষ্ঠানের সংখ্যা ঃ ৭ টি
০২। পরিষদের জনবলের তথ্য ঃ চেয়ারম্যান, ইউ,পি সচিব, সদস্য ০৯ জন, মহিলা সদস্য ০৩ জন, গ্রাম্য পুলিশ ১০ জন, উদ্যোক্তা ০১ জন।
০৩। পরিষদের সম্পদের (স্থাবর/অস্থাবর) পরিমান ঃ ০.৬১ শতক
কোথায়কি অবস্থায় আছে ঃ ইউ,পি’র আওতাধীন।
০৪। অফিস ব্যবস্থাপনা-
১) অফিস খোলা ও চালু রাখা ঃ সরকারী ছুটি ব্যতিত নিয়মিত খোলা ও
চালু রাখা হয়।
২) সচিবের উপস্থিতি ঃ সরকারী ছুটি ব্যতিত নিয়মিত উপস্থিত
থাকেন।
৩) অফিসে সভা অনুষ্ঠিত হওয়া ঃ যথা নিয়মে সভা অনুষ্ঠিত হয়।
৪) সভার কার্যবিবরণী ঃ সভার কার্যবিবরণী সভার মন্তব্য বহিতে
লিপিবদ্ধ আছে।
৫) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিভিন্ন সভায় উপস্থিতি ঃ বিভিন্ন সভায় উপস্থিত থাকেন।
৬) নোটিশ বোর্ডে ইউপির বিভিন্ন তথ্যাদি প্রদর্শন ঃ জনগণের প্রদর্শনের জন্য বিভিন্ন তথ্যাদি
নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়।
০৫। নথি ব্যবস্থাপনা ঃ চলমান রহিয়াছে।
০৬। রেজিষ্টার সমূহঃ
১) দৈনিক হাজিরা রেজিষ্টার ঃ সংরক্ষিত আছে এবং নিয়মিত স্বাক্ষর করা হয়।
২) চিঠি প্রেরণের রেজিষ্টার ঃ চলতি সনে মোট ৬০টি চিঠি প্রেরন করা হয়েছে
এবং ৬১ টি চিঠি প্রাপ্তি হয়েছে।
৩) চিঠি প্রাপ্তি রেজিষ্টার ঃসংরক্ষিত আছে এবং কার্যক্রম চলমান রহিয়াছে।
৪) গার্ড ফাইল রেজিষ্টার ঃসংরক্ষিত আছে এবং কার্যক্রম চলমান রহিয়াছে।
৫) সভার কার্য বিবরণী রেজিষ্টার ঃ সংরক্ষিত আছে ।চলতি সনে মোট ৯ টি সভা
হয়েছে। শেষ সভার তারিখ ০৫/১০/২০১১ ইং।
৬) পরিদর্শন বই ঃ সংরক্ষিত আছে ।
৭) স্থায়ী সম্পত্তি খোয়াড়, হাট-বাজার রেজিষ্টার ঃ সংরক্ষিত আছে এবং কার্যক্রম চলমান রহিয়াছে।
৮) বিভিন্ন দ্রব্যাদির রেজিষ্টার ঃ সংরক্ষিত আছে এবং কার্যক্রম চলমান রহিয়াছে।
৯) রশিদ বহির স্টক ও ইস্যু রেজিষ্টার ঃ চলতি সনে ২০ টি বহি (পশু বিক্রয় রশিদ)
অর্থ্যাৎ১ হতে ২০০০ মজুত ছিল। তৎমধ্যে
২০/১০/২০১১ইং তারিখ পর্যন্ত আদায়ের জন্য
ইউ,পি সদস্য গনের নিকট ৮ বহি সরবরাহ করা
হয়েছে এবং অবশিষ্ট ১২ টি বহি পরিষদে মজুত আছে।
১০) বিবিধ দাবী এবং আদায়ের রেজিষ্টার ঃ ২০১০-২০১১ ইং অর্থ বছরে মোট ৪০ টি বহি
মজুত ছিল।তৎমধ্যে ২৯ টি বহি আদায়ের
কাজে ব্যবহার করা হয়েছে । অবশিষ্ট ১১ টি
বহি পরিষদে মজুত আছে। মোট আদায়
৮০,৪৯৫/-
১১) গ্রাম আদালত রেজিষ্টার ঃ ২০১০-২০১১ ইং অর্থ বছরে মামলা হয়েছে
মোট ৭৮ টি। মিমাংসা হয়েছে ৬৮ টি। প্যান্ডিং
১০ টি। ২০১১-২০১২ ইং অর্থ বছরে মামলা হয়েছে ২১ টি। মিমাংসা হয়েছে ১১ টি। প্যান্ডিং
১০ টি। তৎমধ্যে দেওয়ানী ৭টি, এবংফজদারী
৩ টি।
১২) জন্ম-মৃত্যু রেজিষ্টার ঃ ২০/১০/২০১১ ইং তারিখ পর্যন্ত মোট ২২,৪৮৭
জম্ম রেজিষ্টারে নিবন্ধিত হয়েছে, এবং ১২৪ জন
মৃত্যু রেজিষ্টারে নিবন্ধিত হয়েছে। জম্ম নিবন্ধনে
৭,৭৭৬ টাকা রাকাব বেগুনবাড়ী শাখা হিসাব
নাম্বার ২৭৪২/২৬ নং এ জমা আছে।
১৩) আইন-শৃঙ্খলা রেজিষ্টার ঃ সংরক্ষিত আছে এবং কার্যক্রম চলমান রহিয়াছে।
১৪) ট্রেড লাইসেন্স রেজিষ্টার ঃ ট্রেড লাইসেন্স রেজিষ্টার ১ টি। চলতি সনে
মোট বহি ৫ টি অর্থ্যাৎ ৫০০ টি পাতা
মজুত ছিল।তৎমধ্যে ১৫০টি লাইসেন্স
সরবরাহকরা হয়েছেএবং অবশিষ্ট ৩৫০
টি লাইসেন্স পরিষদে মজুত আছে।
১৫) সম্মানী ভাতা ও বেতন বিল প্রদান রেজিষ্টার ঃ সংরক্ষিত আছে এবং কার্যক্রম চলমান রহিয়াছে।
০৭। ক্যাশ বহিঃ
ইউনিয়ন পরিষদের সকল আয় ও ব্যয় নিয়মিতভাবে
ব্যাংকে জমা করে লেনদেন ও ক্যাশবহিতে অর্ন্তভূক্ত
করা হয় কিনা ঃ হয়। ২০ অক্টোবর/১১ ইং তারিখ পর্যন্ত
মোট আয় ১৭,৬৬৯.৭১ এবং ব্যয়
৮,০৩৩ টাকা। উৎবৃত্ত =৯,৬৩৬/৭১।
রাকাব বেগুনবাড়ী শাখা জম্ম নিবন্ধন
হিসাব নম্বর ২৭৪২/২৬ এ জমা
৭,৭৭৬/-, রাকাব বেগুনবাড়ী উন্নয়ন
হিসাব নম্বর ৩৮/২ এ জমা ৪৫৫.৭৫/-,
রাকাব বেগুনবাড়ী শাখা সাধারণ হিসাব
নম্বর ১১/২ এ জমা ৪৮০.৭২ টাকা।
সোনালী ব্যাংক ঠাকুরগাঁও উন্নয়ন হিসাব
নম্বর ৩০০১০৯৫ এ জমা ৭০০/-, এবং
হাতে ২২৪.২৪ টাকা।
০৮। স্ট্যান্ডিং কমিটিঃ
১) অর্থ ও সংস্থাপন ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
২) শিক্ষা ও গণশিক্ষা ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৩) স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও মহামারী নিয়ন্ত্রণ ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৪) নিরীক্ষা ও হিসাব ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৫) কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজ ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৬) সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৭) কুটির শিল্প ও সমবায় ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৮) নারী ও শিশু কল্যাণ এবং সংস্কৃতি ও খেলাধুলা ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
৯) মৎস্য ও পশু সম্পদ ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
১০) পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপনা ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
১১) ইউনিয়ন পূর্ত কাজ ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
১২) গ্রামীণ পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন ঃ কমিটি গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে।
১৩) আইন শৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি
০৯। সরকারের বিশেষ কর্মসূচীঃ
ভিজিডি/ভিজিএফ/বয়স্কভাতা/প্রতিবন্ধি ভাতা/মাতৃত্বজনীত ভাতা ঃভিজিডি- ৯৪ টি কার্ড, ভিজিএফ- ১৫০০ টি কার্ড, বয়স্কব ভাতা- ৪৬৮ টি, প্রতিবন্ধি ভাতা- ৫১ টি, মৃতৃত্ব জনীত ভাতা- ১৮ টি, বিধবা ভাতা- ২৩২ টি।
১০। আরএমপি/রিওপা কার্যক্রম ঃ আরএমপি/রিওপা চলমান রহিয়াছে।
১১। মহিলা সদস্যদের অংশ গ্রহণ ঃ
ক) সভায় উপস্থিতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ ঃ সভায় অংশগ্রহণ থাকেন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মতামত প্রদান করেন।
খ) উন্নয়ন সংক্রান্ত কাজে মহিলাদের অংশ গ্রহণ ঃ উন্নয়ন সংক্রান্ত কাজে মহিলা সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করেন।
গ) ভিজিডি কার্ডের উপকারভোগী নির্বাচনসহ অন্যান্য যে সমস্থ ক্ষেত্রে মহিলা সদস্যের মাধ্যমে করার বিধান রয়েছে তা নিশ্চিত করা হয় কিনা ঃ হয়।
|
১২। মডেল ট্যাক্স সিডিউল বিধিসমূহ পূর্ণ অনুসরণে ট্যাক্স এসেসমেন্ট, ট্যাক্সের লক্ষ্যমাত্রা ও আদায়, পরিষদের আয়ের পরিমাণ ও নিজস্ব রাজস্ব বৃদ্ধির হার ঃ
|
১৩। যথাযথভাবে জনঅংশগ্রহণের মাধ্যমে বাজেট প্রণয়ন ও উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হয় কিনা এবং যথা সময়ে অনুমোদন নেয়া হয় কিনা। ঃ
১৪। অডিট আপত্তি ও নিষ্পত্তির বিষয় ঃ অডিট আপত্তি নাই।
১৫। স্যানিটেশন ঃ শতভাগ কভারেজ অর্জিত হয়েছে।
১৬। উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত তথ্য ঃ
এডিপি/থোক বরাদ্দ/টিআর/জিআর/কাবিখাঃ
ক)
অর্থ বছর | প্রাপ্ত বরাদ্দ | বরাদ্দের উৎস | বাস্তবায়িত/বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সংখ্যা | মোট ব্যয় | মন্তব্য |
২০১০-২০১১ এলজিএসপি | ৮,২৫,০০০/- | এলজিএসপি | ১৩ টি | ৮,২৫,০০০/- |
|
২০১০-২০১১ টি,আর | ১৩.০০০ মে:টন গম | ত্রাণ অধিদপ্তর | ০৯ টি | ১৩.০০০ মে:টন গম |
|
২০১০-২০১১ কাবিখা | ১৫.০০০ মে:টন গম | ত্রাণ অধিদপ্তর | ০১ টি | ১৫.০০০ মে:টন গম |
|
২০১০-২০১১ জি,আর | ১১.৬৪০ মে:টন চাউল | ত্রাণ অধিদপ্তর | ৫৮২ টি | ১১.৬৪০ মে:টন চাউল |
|
খ) বাস্তাবায়িত/বাস্তবায়নাধূন প্রকল্পের তথ্য (এডিপি)
অর্থ বছর | প্রকল্পের নাম | প্রকল্পের প্রাকলিত ব্যয় | কাজ আরম্ভের তারিখ | কাজ সমাপ্তির তারিখ | প্রকল্পের অগ্রগতির হার | মন্তব্য |
২০১০-২০১১ | অত্র ইউ,পি দরিদ্র পরিবারে নলকূপ সরবরাহ | ১,০০,০০০/- | ১০/০৭/২০১০ | ২০/১০/২০১০ | ১০০% |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
মোটঃ |
|
|
|
|
|
গ) সরজমিনে পরিদর্শনকৃত প্রকল্পের বিবরণঃ
ক্রঃনং | অর্থ বছর | প্রকল্পের নাম | প্রকল্পের বর্তমান অবস্থান | এষ্টিমেট অনুযায়ী প্রকল্পের বিবরণ (যতদূর সম্ভব) | এষ্টিমেটের আলোকে প্রকল্পের বাস্তব অবস্থা (যতদূর সম্ভব) |
১ | ২০১০-২০১১ | ইউ,পি তথ্য কেন্দ্রের মাল্টিমিডিয়া প্রজেক্টোর মেশিন (স্কীন সহ) | ইউ,পি তথ্য কেন্দ্র বেগুনবাড়ী ইউ,পি। | ১,০০,০০০/- | ভালো |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
মোটঃ |
|
| ১,০০,০০০/- |
|
এক্ষেত্রে-
· অন্তত প্রতি খাতের ১টি প্রকল্প সরজমিন পরিদর্শন করা (এডিপি/থোক/ভূমি হস্তান্তর প্রাপ্ত আয়/ অন্যান্য নিজস্ব আয়) ঃ
· পরিদর্শনকালে প্রকল্পের গুণগতমান(যতদূর সম্ভব) উল্লেখ করতে হবে। তবে যে উপাদানগুলো চোখে দেয়া যায় তার এষ্টিমেট ও বর্তমান অবস্থা উল্লেখ করতে হবে। ডেমন- ইট, কাঠ, টিন, রড, গ্রীল ইত্যাদির এষ্টিমেট অনুযায়ী ধরণ, পরিমাপ ও পরিমাণ এবং বাস্তবে তার ধরণ, পরিমাপ ও পরিমাণ উল্লেখ করতে হবে। ঃ
১৭। ভূমি হস্তান্তর কর বাবদ প্রাপ্ত অর্থ ও অন্যান্য নিজস্ব রাজস্ব আয়ের অর্থ দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সভার সিদ্ধান্তের কার্যবিবরণী এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা। ঃ আছে।
১৮। নিজস্ব রাজস্ব আয়ের অর্থ দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে কিনা তা দেখতে হবে। ঃনা।
স্থানীয় রাজস্ব আয় এবং ভূমি হস্তান্তর কর বাবদ প্রাপ্ত অর্থের দ্বারা প্রকল্প বাস্তবায়ন
অর্থ বছর | প্রকল্পের নাম (বিস্তারিত) | মোট ব্যয় (প্রকল্পওয়ারী) | ঠিকাদার দ্বারা বাস্তবায়িত প্রকল্প সংখ্যা | কমিটি দ্বারা বাস্তবায়িত প্রকল্প সংখ্যা | প্রকল্পের বর্তমান অবস্থান |
২০১০-২০১১ | অত্র ইউ,পি তথ্য কেন্দ্রের মালামাল ক্রয় | ১,০০,০০০/- | -- | ০১ টি | ভালো |
২০১০-২০১১ | বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষ্টীল আলমারী সরবরাহ | ১,০০,০০০/- | -- | ০১ টি | ভালো |
১৯। ইউনিয়ন পরিষদের জনহিতকর কার্যক্রমঃ
১) বৃক্ষ রোপণ ঃ কার্যক্রম চলমান
২) যৌতুক নিরোধন কার্যক্রম ঃ কার্যক্রম চলমান
৩) বাল্য বিবাহ নিরোধ কার্যক্রম ঃ কার্যক্রম চলমান
৪) নারী নির্যাতন নিরোধ ঃ কার্যক্রম চলমান
৫) শিক্ষা উন্নয়ন ঃ কার্যক্রম চলমান
৬) আইন শৃঙ্খলা রক্ষা ঃ কার্যক্রম চলমান
৭) পরিবার পরিকল্পনা ঃ কার্যক্রম চলমান
৮) স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম ঃ কার্যক্রম চলমান
৯) পরিস্কার পরিচ্ছন্নতা ঃ কার্যক্রম চলমান
১০) বিবাহ রেজিস্ট্রেশন কার্যক্রম ঃ কার্যক্রম চলমান
২০। ইউনিয়ন পরিষদ পরিদর্শনের জন্য এলজিএসপি এবং এলজিএসপি-এলআইসি সস্পর্কিত তথ্য।
১) ইউনিয়নটি এলজিএসপি অথবা এলজিএসপি-এলআইসিভূক্ত কিনা? যদি হয়ে থাকে, তবে বিগত অর্থবছরে ইবিজি এবং এসবিজি খাতে কত টাকা বরাদ্দ পেয়েছে?
ঃ ৮,২৫,০০০/-
২) ইউনিয়ন পরিষদ এলজিএসপি ও এলআইসির অর্থ প্রাপ্তির বিষয়টি উন্মুক্ত সভার মাধ্যমে ঘোষণা সংক্রান্ত তথ্য। জন অংশগ্রহণের মাধ্যমে উন্মুক্ত বাজেট অধিবেশন এবং ওয়ার্ড পর্যায়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা সংক্রান্ত তথ্য?
ঃ ইউনিয়ন পরিষদ এলজিএসপিপ্রাপ্তির বিষয়টি উন্মুক্ত সভার মাধ্যমে ঘোষণা এবং জন অংশগ্রহণের মাধ্যমে উন্মুক্ত বাজেট অধিবেশন এবং ওয়ার্ড পর্যায়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা করা হয়।
3) এলজিএসপি অথবা এলজিএসপি-এলআইসি এর থোক বরাদ্দ দ্বারা বাস্তবায়িত স্কীম সমূহের পরিকল্পনা গ্রহনের পদ্ধতি কি ছিল?ঃ
উন্মুক্ত সভার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হয়।
৪) প্রকল্প বাস্তবায়নের জন্য কমিটিসমূহ গঠন পদ্ধতি এবং কি কি কমিটি গঠন করা হয়েছে? (কমিটিসমূহ উন্মুক্ত সভার মাধ্যমে গঠন করা হয়েছিল কিনা? ইত্যাদি তথ্য)।
ঃপ্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প কমিটি ও প্রকল্প তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। কমিটি সমূহে মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব রয়েছে।
৫) প্রকল্প সমূহের সামাজিক ও পরিবেশগত প্রভাব নিরুপনের পদ্ধতি কিভাবে অনুসরণ করা হয়েছে?
ঃআলোচনার মাধ্যমে।
৬) বাস্তবায়িত প্রকল্প সমূহের সংখ্যা, প্রকল্প বাস্তবায়ন পদ্ধতির বর্ণনা ও মান সম্পর্কিত তথ্য (অন্তত দুই-তিনটি প্রকল্প, বাস্তব পরিদর্শনপূর্বক মন্তব্য প্রদান)।
ঃ২০১০-২০১১ ইং অর্থ বছরে এলজি এস পি হতে ১৩ টি প্রকল্প ১% হতে ২ টি। কাজের মান সন্তোষজনক।
৭) প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনুসরিত ক্রয় পদ্ধতির বর্ণনা (এলজিএসপি অথবা এলআইসির অপারেশনাল ম্যানুয়াল অনুযায়ী ক্রয় পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা, না হয়ে থাকলে কারণ বর্ণনা)।
ঃঅপারেশনাল ম্যানুয়াল অনুযায়ী ক্রয় পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
৮) এলজিএসপি এবং এলজিএসপি-এলআইসি এর ত্রৈমাসিক/সান্মাসিক প্রতিবেদন সংক্রান্ত তথ্য (প্রতিবেদন প্রেরণের তারিখ ও প্রতিবেদনের মান সম্পর্কিত তথ্য)।
ঃষান্মাসিক প্রতিবেদন প্রেরণ করা হয়েছে (তারিখঃ ১৮/০৯/২০১১ ইং) ।
৯) এলজিএসপি এবং এলজিএসপি- এলআইসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি সংক্রান্ত তথ্য (প্রশিক্ষণের বিষয়, অংশগ্রহণকারী, প্রশিক্ষনের মেয়াদ এবং মান সম্পর্কিত তথ্য)।
ঃএলজিএসপি এবং এলজিএসপি- এলআইসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য/সদস্যা বৃন্দ, প্রশিক্ষনের মেয়াদ ছিল- ৫ দিন।
২১। সার্বিক মন্তব্য।
ঃ ১৯নং বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সস্পাদিত কার্যাদি মোটামুটি সন্তোষজনক।তবে শতভাগ ট্যাক্ম আদায়, স্যানিটেশন, জম্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সফলতা অর্জনের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দয়িত্ব পালনের জন্য ইউ,পি চেয়ারম্যান, সদস্য, ও ইউ, পি সচিব সহ সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেয়া হলো।