Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি (১ম বার)
বিস্তারিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও সরকারী বিধি মোতাবেক শূন্য পদে প্রভাষক ইংরেজী (স্নাতক সম্মান ও স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেনী) ০১ জন। সহকারী মৌলভী (ফাযিল পাশ, কামিল অগ্রাধিকার) ০১ জন। চতুর্থ শ্রেনীর কর্মচারী (নৈশ পহরী ও ঝাড়ৃদার) ০২ জন। নিয়োগ করা হবে। প্রভাষক ইংরেজী ও সহকারী মৌলভী পদে শুদু মাত্র মহিলা প্রার্থীগণ দরখাস্তের সঙ্গে রা,কা,ব বেগুনবাড়ী শাখায় উপর অধ্যক্ষ বরাবরে ৫০০/- (পাঁচশত) টাকা, কর্মচারীর পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা/নিবন্ধন সনদ সমূহের সত্যায়িত ফটোকপি সংযুক্ত আহবান করা যাচ্ছে। পুরুষ প্রার্থীদের দরখাস্ত করার প্রয়োজন নেই। বিজ্ঞপত্তিটি মাদ্রাসার নিজস্ব্ওয়েব সাইডে পাওয়া যাবে।

 

অধ্যক্ষ

বেগুনবাড়ী ফাযিল মাদ্রাসা

ডাকঘর- বেগুনবাড়ী

উপজেলা ও জেলা- ঠাকুরগাঁও।

 

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/08/2012